আকাশটা ছেয়ে যাচ্ছে মেঘে মেঘে
দমকা হাওয়ায় দুলছে পৃথিবী
দিনের আলো ফুরিয়ে যাচ্ছে
আঁধারের হাতছানি।
আমি, মানবতা দাঁড়িয়ে আছি একা
চারদিকে বয়ে যাচ্ছে ঝড়-ঝঞ্ঝা
না, এসব প্রাকৃতিক নয়
তোমাদেরই সৃষ্ট
তারই তোড়ে ভেসে যাচ্ছি আমি
কখনো ভাসছি কখনো ডুবছি
আজ ঠিকানাহীন হয়ে ঘুরে মরছি
আমি, মানবতা।
ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছি আমি
খোঁজ নেবে কেউ সেই ফুরসত কোথায়?
কারো হাতেই সে ক্ষমতা নেই
থাকবে কি করে?
যারাই হাত বাড়িয়েছে আমার দিকে
কেউ ছাড় পায়নি,
তাইতো আমি আজ
কোন এক মর্গে পড়ে থাকা অচেনা লাশ