আজ পথ চলতে থমকে দাঁড়াই
চোখ মেলে চাইতেও ভয় হয়
বড় তিক্ত এ অনুভূতি,
তাই, ইচ্ছে করে অনুভূতিহীন হয়ে যাই
আবার ভাবি কি করে হব আমি তো মানুষ
পাথর নই তবে কেমনে সইব এ যাতনা
বড় তিক্ত এ অনুভূতি
দেখি তবে মুখ বুজে আর কত রইব
বলেই বা কি লাভ
দেয়ালে মাথা কুটে
বড়ই তিক্ত এ অনুভূতি
মনে হয় আমিও লাশ অথবা
জাদুঘরে রেখে দেওয়া কোন শো পিস
মহা মূল্যবান
তবে প্রাণহীন, নিথর আর নিরব
তবুও বলার কিছু নেই
পাথরের বেদী আর পাথরের মূর্তি
আমার চিৎকারও আজ শব্দহীন
কম্পন তোলে না বাতাসে
আর মানুষের মন!! হাহঃ
বড় তিক্ত এ অনুভূতি