_________________________
সমস্ত প্রশংসা করি তার তরে
সমস্ত ভালোবাসা তাহারই পরে
তিনি যে মহান দাতা দয়াময় প্রভু
বিশ্বময় তারই দয়া, কমে না কভু।
তিনিই মালিক শুনো শেষ বিচারে
কেউ পাবে না ক্ষমা তার অগোচরে
ভালো কর কিবা মন্দ সবি লিখা আছে
ইবাদত তারই করি সাহায্য তারই কাছে।
দোয়া করি পাক-পরোয়ার করো ক্ষমা মোরে
চালাও তোমার পথে হাতখানি ধরে
চালাও সে পথে, যে পথ তোমার
হাবীবে খোদা যে পথের করেছে প্রচার।
সে পথে দিওনা যেতে যেথা অভিশাপ
যেথায় আগুন নারের শুধুই ভরা পাপ
তাদের সে পথ থেকে করো মোরে রক্ষা
সীরাতে মুস্তাক্বীমের দাও মোরে দীক্ষা।
অভিশাপ পেয়েছে যারা, হয়েছে ধ্বংস
ফেরাউন, নমরুদ, কারুনের বংশ
তাদের মতো প্রভু করোনা মোরে
শেষ আশ্রয় জানি তুমিই সবার তরে।