_________________
বিবেক টাকে বন্ধক রেখেছি
কিনেছি ভোগ-বিলাস।
বন্ধকীর মহাজন আমার
পায়েতে দলায় লাশ।
টাকার তলে চাপা পড়ে রয়
কতো শত নিষ্পাপ মুখ
তাতেই বা আমার কী এসে যায়
আমার ঘরে তো সুখ।
আর্তনাদের দেয়াল উঠে
উঠে ফরিয়াদ, শত চিৎকার
বিবেক টাকে বন্ধক রেখেছি
দিবে না কেউ আর ধিক্কার।
পুতুল নাচের পসরা সাজিয়ে
বসে আছি আমি সূত্রধর
আমার কাছে ক্ষমতা টাই সব
নাই তো কোনো আপন-পর।
বিবেকের সাথে দেমাগটাকেও
পাঠিয়েছি আমি নির্বাসন
নচ্ছার আমি মূর্খ জানোয়ার
গালি দিবে মোরে কোন জন?
পুতুল নাচের খেলায় এখন
নিজেই আমি নেচে যাই
পুতুল হয়েই বাকিটা সময়
জীবনটা ভোগ করতে চাই।
তাঁবেদার আমি গাদ্দার আমি
জাতিরে করিনি পরিত্রাণ
তবুও কিছু পা-চাটা গোলাম
গাইবে আমার জয়গান।