______________________

অনিশ্চয়তার এই বাজারে
বিশ্বাস আজ দুর্মূল্যেও বিকায় না
খোলসের দাম এখন সস্তা বেশ
চারদিকে কেবল ফিসফিসানি
স্বার্থের আবেশ।

মিথ্যে সকালের মোহে রাত কাটে নির্ঘুম
কিসের এক আকর্ষণ
অবশেষে ক্লান্ত চোখ হার মানে
ভোরের আলো সে-তো আলেয়া এখন

চোখের তারায় এখন স্বপ্ন নয়
দুঃস্বপ্নের রাজ চলে,
ভাবনারা দুশ্চিন্তার আবরণ গায়ে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়
যেন পরম মমতায় আগলে রাখা মাতৃক্রোড়ের শিশু।

অসহ্য রকম গুঞ্জন উঠে
কানে আঙুল গুঁজেই রক্ষে নেই
অভিনয়ে ভুলে এবার মাশুল গুনতে হবেই
ভালোবাসার ভিত?
সেই কবেই ঘুণ পোকারা হজম করেছে।

সময়ের সাথে সিগারের ফিল্টার
ছুড়ে দেয়া আস্তাকুড়ের কোণে
নর্দমা বা ভাগাড়ের পুতিগন্ধ গায়ে মেখে
লুটিয়ে থাকা অবহেলিত, অবদমিত।
জলে হবে কি এর পরিত্রাণ?

পবিত্র মুখে সরল অভিব্যক্তি,
আড়ালে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের জাল অধরা কাব্য
সত্যিই,অনিশ্চয়তার এই বাজারে
বিশ্বাস আজ দুর্মূল্যেও বিকায় না।