_____________________

হারিয়ে যাওয়ার সময় এসেছে
শুনছি কারো ডাক ভেসে আসছে ওপার হতে
খুব মধুর সে ডাক
আজ আমাকে যে সাড়া দিতেই হবে।

এখন আর রাতে ঘুম হয় না
শুধুই জেগে থাকি চোখ জোড়া বন্ধ
কারো নিঃশ্বাসের শব্দ
দুচোখ বুজে আসে আবার টুটে যায়

আঁধার এখন খুব প্রিয়,
একা ঘরেই ভালো লাগছে
কারো উপস্থিতি বড়ই বিরক্তিকর
একাকীত্বই বরণীয়।

সময় হয়েছে হারিয়ে যাবার
ছুটির ঘণ্টা বেজেই চলছে এক নাগাড়ে
আমিও তৈরি,
জানি বরণ করতেই হবে তাকে

কী লাভ শুধুশুধু আক্ষেপ বাড়িয়ে
এই মায়া তো কাটবার নয়
এই ঘোর তো ভাঙবার নয়
তাই তো আমি প্রস্তুত, সদা প্রস্তুত বরণ করবো বলে।

হারিয়ে যাওয়ার সময় এসেছে
দুয়ারে দাঁড়িয়ে কড়া নাড়ে প্রিয় বন্ধু
যার হাতে হাত রেখে হারাতে চাই
তার চেয়ে আপন?
প্রশ্নই উঠে না।

বড্ড প্রিয় সে,
তাইতো তার আহ্বান ফিরাতে পারিনি
বলতে পারিনি যেতে চাই না
তোমার সাথে ঐ আঁধারের একাকীত্বে

হারিয়ে যাবার সময় এসেছে
ডাকছে পথে নামতে
হারিয়ে যাবার সময় এসেছে
হারাবো অজানাতে।