বীর শহীদ ক্ষুদিরামের জন্মদিনে সহস্র কোটি প্রণাম জানাই।।
জন্মে তুমি গরীব হলেও
কর্মে মহান হলে,
খুদ দিয়ে কেনার ফলে
ক্ষুদিরাম নাম পেলে।
ব্রিটিশ শাসনের অত্যাচারে
জর্জর দেশ মাতা,
ভারত বাসীর দুর্দশাতে
অন্তরে জাগে ব্যথা।
শাসকের বিরুদ্ধে দাঁড়ালে
করলে মরণপণ,
কিংসফোর্ডকে মারতে গিয়ে
মারলে জনগণ।
শাসকের হাতে বন্দি হলে
বিচার হলো ফাঁসি,
ফাঁসির মঞ্চে চড়লে হেসে
দেখল জগৎবাসী।