ঝড়

ঝড় উঠেছে ঝড় উঠেছে ভাঙ্গছে গাছের ডাল
ঝড় উঠেছে ঝড় উঠেছে উন্মত্ত এক মাতাল।
খড়ের পালুই, টিনের চালা, উড়িয়ে দিল গৃহ,
উপকূলের মানুষ গুলির জীবন দুর্বিসহ।


হৃদয় ঝড়

ঝড় কি কেবল আকাশেই ওঠে হৃদয়ও তো করে তোলপাড়
অশ্রু বানের প্রলয় খেলায় অন্তর নদীর ভাঙে পাড়।
মনের জমির ফসল নষ্ট নোনা জল  আর কাদায়
স্বজনের ও সাগরের ঝড়ে কত না মানুষ কাঁদায়!!