হৃদয় কাঁচ
কাঁচের গ্লাস কাঁচ পেয়ালা, কাঁচের বাসন পত্র
কাঁচের বাতি আর যা কিছু, ভঙ্গুর কাঁচ মাত্র।
কাঁচের কিনি খেলনা শখের, কিম্বা দেখি আইনা
কাঁচের মতোই হৃদয় ভাঙ্গলে, আর জোড়ানো যাই না।
কাঁচের সম্পর্ক
প্রেম তো করে সবাই জানি, সম্পর্ক সে কাঁচের মতো
ধুয়া মাজায় হয় চক্চক্, না মাজলে জমবে ক্ষত।
সম্পর্ক অটুট থাকে, নিলে যত্ন রাখলে খেয়াল,
অবিশ্বাসের সম্পর্কে, গড়ে উঠবে কাঁচের দেওয়াল।