রক্তের জাত
লড়াই করছি ধর্ম নিয়ে, বিভেদ করছি জাতে
সবার মধ্যে এক সে লোহিত,রক্ত বইছে গা তে।
বিপদে আপদে রক্ত যখন,হয়ে পড়ে দরকার
তখন তো আর জানতে চাইনা, এই রক্তটা কার!!
মহান কর্ম
কতনা মানুষ দুর্ঘটনায় রক্তাল্পতায় ভোগে
কতনা মানুষের রক্ত লাগে অস্ত্রপাচার রোগে
সামান্য কিছুটা রক্ত দিলে পাবে অশেষ সম্মান
কর্মের মধ্যে মহান কর্ম জীবনে রক্ত দান।