তুমি আসবে তাই
প্রভাত রাঙা হয়েছে,
উছল ধারায় জাহ্নবী
আজ দুকূল ছুঁয়েছে।
তুমি আসবে তাই
কাশের ঢেউ খেলেছে,
আকাশের খোলা মাঠে
মেঘেরা পাখনা মেলেছে।
তুমি আসবে তাই
পুকুরে শাপলা ফুটেছে
পরাগ রেণু মেখে
বাতাসে সৌরভ ছুটেছে।
তুমি আসবে তাই
পাখিরা কণ্ঠ জুড়েছে,
শ্রাবণের বিদায় কালে
মেঘেরা উদাস উড়েছে।
তুমি আসবে তাই
স্নিগ্ধ শিশির ঝরেছে,
সবুজ ঘাসের প্রান্তে
আজি মুক্তো ছড়িয়েছে।
তুমি আসবে তাই
কোথাও সানাই বেজেছে,
চির হরিৎ শ্যামলায়
ধরনী আবার সেজেছে।