প্রজাপতির রঙিন ডানায়
তিতলি এলো ভবে,
কৃষককের প্রাণ আজ হরষে
ফসলের উৎসবে।
পূজোর কালে বৃষ্টি আসায়
তোমার মন মালিন্য,
পেটের অন্নের জোগাড় হলো
তাই মানো আজ ধন্য।
বছর ধরে অপেক্ষায় রত
হোক না বড় পূজা,
পেটের জোগাড় না করেই
মানায় না সাজ সজ্জা।
প্রকৃতির এই লীলা খেলা
অসীম তাহার দান,
উৎসবকে তাচ্ছিল্য করেও
রাখলো চাষীর মান।