তিনটি কবিতাই মন্তব্যের পাতায় লেখা হয়েছে।
বিধিলিপি
======
নেড়ার ছিল বিশাল ফাঁড়া
বউয়ের কথায় অবাধ্য,
কেউ কি আর হাঁটতে পারে
বিধি লিপি করে অসাধ্য।
ব্রহ্মা হস্তে লিখন লিপি
মুছাই কার সাধ্য,
সময় কালে ডাক পড়লে
যেতেই হবে বাধ্য।
নেড়ারে আমি তাইতো বলি
"বেল তল যাইস না,
বেল পইড়লে মাথা ফাইটবে
দই চিড়া খাইস না"।
টান
===
ঐ ছেলেটাই আটকে গেছে
আমার হৃদয় প্রাণ,
সকাল বিকাল হাপুস হুপুস
শরীরটা টানটান।
টি শার্ট গেঞ্জি ফাটা জিন্সে
ঝাঁকড়া চুলের বহর,
লোকের চোখে হোক না বাজে
আমার চোখে কদর।
বিড়ি, গুটকা,আসি,দেশী
যদিও টুকু টানে,
চুড়ি,টিকলি,ব্রা,পেন্টি
আমার জন্যেও আনে।
তার প্রতি তাইতো আমার
অষ্টপ্রহর টান,
দুই পরিবার রাজি না হলে
দুজনায় দিব জান।
ঈদের খুশী
=======
ঈদের খুশী আজ ডামাডোল
বৃষ্টি হলো কাল,
মেয়ের আব্দার বউয়ের গুতোই
ভেজা বেড়ালের হাল।
তিরিশ দিনের মনের আশা
কাদামাটিতে ঠাসা,
ঘরের কোনেই জমুক প্রণয়
মধুর ভালবাসা।