কুলাঙ্গার পুত্র
=========
রাতের বেলা জানালা গলে, মেয়েটির কাছে আসে
সহবাসরে নিশি জাগরণ, গভীর ভালবেসে।
বাপের মনে সন্দেহ হলো,
আজ মেয়ে-কক্ষে বাবা শুলো।
বাপের ঊর্ণনাভে আটকেছে,আজকে বেটা ফেঁসে।
সংবাদ পেয়ে ছুটে এলেন, থানার বড় বাবু,
'রাখুন ধরে জব্দ করে, এ জামাই হোক না হবু'
কাঁচুমাচু করে বলে 'বাঁচা'
পালাতে চাই গুটিয়ে কাছা।
চট লগনে পরিণয় হলো, আজকে বেটা কাবু!
বেটার বাপের বড় দুঃখ, বিনা পণের কন্যা।
কেন বেটা গেছিলি তুই, কর্ম করতে এ জঘন্যা?
কন্যা আমার দেখাই ছিল,
রূপে, গুনে ও পণেও ভাল।
কালো বর্ণ কন্যা পেয়ে,বেটার মায়ের চোখে বন্যা।