থাকতে হবে বদ্ধ ঘরে দেখছি টিভিতে জগৎটাকে,
কেমন করে মরছে মানুষ করোনা রোগের ঘুর্ণীপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে,
করোনা ছুটছে কেমন করে,
কিসের ভুলে কেমন করে মরছে মানুষ লাখে লাখে।
কেমনে কেহ দিচ্ছে ফাঁকি করোনা রোগের যন্ত্রনাকে।
কোন লালসায় সর্বগ্রাসী বাদুড় খোর ঐ চীনের জাতি
কেমন যে ভাই উদর ওদের মারণ খেলায় উঠল মাতি
ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন এ মরে
ইউ. এস. এ, ইতালির ঘরে ঘরে
জার্মানী আর ইরান জুড়ে রইলো না কারো বংশে বাতি।
বিশ্ব ভুবন ছেয়ে নিল করোনা রোগের অগ্রগতি।
কেমন করে 'আলাল নবাব' বিদেশ থেকে করোনা আনে
ভাইরাসটি ছড়িয়ে দিতে শপিং মলে ঘুরছে শানে।
গরীব যারা মরছে খাটি,
বিকতে হবে ঘটি বাটি,
বদ্ধ ঘরে আবদ্ধ থাকা কি বেদনা তা গরীব জানে,
অন্ন পানির অভাব নিয়ে কি করে যে বাঁচবে প্রাণে।
কেমন সে ভাইরাস এক ছুটছে এ দেশ ও দেশ ফুঁড়ে,
ট্রেন, মেট্রো, বাস কিম্বা জাহাজ, এরোপ্লেনেও উড়ে।
অসাবধানেই করছে কাবু,
শর্দি কাশিতে যবুথবু,
স্বাস্থ্য বিধি না মানাতেই বিদেশে আজ লাসের চূড়ে,
গণ সৎকার চলছে কোথাও কোথাও গণ কবর খুঁড়ে।
একুশ দিনের লকডাউনে থাকবো নিজে অন্ত পুরে
জন সংযোগ ছিন্ন করে বাঁচবো শুধুই নিজের তরে।
নিয়ম পালন করি যদি,
জিতবে মানুষ হারবে ব্যধি,
স্বাস্থ্য বিধি মেনে চলুন বলছি আমি মিনতি করে,
করোনা ত্রাস বিদায় নিয়ে শান্তি ফিরবে প্রতিটি ঘরে।
বি. দ্র.- কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে "থাকবো নাকো বদ্ধ ঘরে" কবিতাটির প্যারোডি করার চেষ্টা করলাম । স্বত্ত্ব ক্ষুণ্ণ হলে নজরুল ভক্তগণের কাছে বিনম্র ক্ষমা চাই।