স্বপ্নভঙ্গ কবিতাটির পরের প্রতিক্রিয়াটা লিমেরিকে প্রকাশ করা হল।
------------------------------------------
আমায় নিয়ে যাওয়ার মতো, ষ্টেশনে কোন ট্রেন ছিল না,
ভালবাসায় আকাঙ্ক্ষায় আমার তরে, কোন প্রেম ছিল না।
চোখের জলে বন্যা হলো,
প্লাটফর্মে জল গড়ালো,
সেই জল বয়ে যাওয়ার ,প্লাটফর্মে কোন ড্রেন ছিল না।