জানালার ফাঁক দিয়ে চেয়ে থাকা ঐ দুটি চোখ,
যেন গভীরে রয়েছে ভালবাসা,
ভাবুক মনের ঐ চোখ দুটিতে আকাঙ্ক্ষিত
রয়েছে ভালবাসা পাবার আশা।
গোপনে গোপনে আমিও কখনো চেয়েছি
কিন্তু পারি নি নয়নে চাহিতে,
অন্তরে কহেছি ভালবাসি তোমারে
পারি নি কিন্তু প্রকাশ্যে কহিতে।
সেও কখনো দেখিতেছে আমার নয়নে
কখনো বা নয়ন ঝুঁকায়ে,
কখনো হাসিতেছে আমারে দেখিয়া
কখনো হাসিছে আমারে লুকায়ে।
কখনো ভাবিছি দাঁড়াইব তার পাশেতে গিয়া
কখনো ভাবি সে আমারে ডাকিবে,
তাহার ঠিকানা জানাইবে আমারে আর
আমার ঠিকানা জিজ্ঞাসিবে।
বাড়ি পৌছিয়া পত্র লিখিবে আমারে
বন্ধু সম্বোধন করিয়া,
পত্রের শেষে জানাইবে ভালবাসি তোমারে
লিখিবে "আমি তোমারই প্রিয়া"।
কিন্তু ট্রেনের হুইসেল বাজিল যখন
সে যে চাহিল আমার পানে,
বিরহিনী ব্যথার হৃদয় ও মন নিয়া সে
মিলাইল নয়ন আমার নয়নে।
সবুজ সংকেতে ট্রেন যখন হইল অগ্রগামী
একটু হাসিল হাতটা নাড়িয়া,
বহু আকাঙ্ক্ষিত প্রাণের মুহুর্ত হারায়ে
প্লাট ফর্মের চেয়ারে রহিনু পড়িয়া।