আজকে এলো শুভদিন
অনেক বছর পরে,
স্বাধীনতা আর রাখী বন্ধন
প্রতিটি ঘরে ঘরে।
পরাধীনতায় মুক্ত হতে
শহীদদের অবদান,
স্মরণ করি হৃদয় মাঝে
রাখতে তাদের মান।
সাম্প্রদায়িক বীজ বুনলো
খন্ড হলো দেশ,
গোরাদের এই চক্রান্তের
আজো রয়েছে রেশ।
দিকে-দিকে আজো লড়ছে দেখি
হিন্দু মুসলমান,
রাম রহিমে নিচ্ছে দেখি
একে অপরের প্রাণ।
তাই এসেছে ঈদের চাঁদে
পূর্ণিমার এই রাখী,
ঘৃনা, হিংসা, বিদ্বেষ ভুলে
এসো কলঙ্ক ঢাকি।
আমিনা বাঁধবে প্রেমের রাখী
হিন্দু ভায়ের হাতে,
রহিম বাঁধাবে ভাতৃত্ববোধে
পূর্ণিমা বোনের সাথে।
সম্প্রীতির এই ভারত ভূমে
একত্রে বসবাস,
হিন্দু মুসলিম একত্রে করি
ভাতৃত্ববোধের চাষ।
স্বাধীনতার পূণ্য লগনে
গাহি মিলনের গান,
"এক বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান"।