রমজানের পবিত্র মাসে
রোজা'য় মাতুক প্রাণ,
অন্যায় আর অত্যাচারের
হয়ে যাক খান খান।
সৌহার্দ্য আর ভালবাসাই
প্রেমময় হোক মতি,
সিয়াম পালনে ধ্যান থাকুক
আল্লাহ্তালার প্রতি।
নির্জলা হোক দিবা উপবাস
কঠোর মনের হাল,
ইফতারি ও সেহরির হোক
সঠিক নিয়ম কাল।
কটু বাক্ আর মিথ্যাচারে
রসনায় ত্যাজি দূর,
সুসম্পর্ক হোক সবার তরে
বাণী হোক সুমধুর ।
অন্তর মন হোক কলুষ মুক্ত
ঘৃণা অপবাদ হীন,
সহযোগিতা সবারই তরে
অসহায় দুখী দীন।
মুসলমানের সবার প্রাণে
ভ্রাতৃত্বের সহমত,
আল্লাহর প্রতি একনিষ্ঠতায়
জান্নাতে রহমত।
রমজান মাসে মানবের তরে
সেবা হোক সুমহান
আল্লাহ্তলার উৎকৃষ্টতম
বাণী আল কোরআন।
আমি অমুসলিম সম্প্রদায়ের হওয়ায় কবিতাটিতে ভূল ত্রুটি থাকলে ক্ষমাপূর্ণ ভাবে নিয়ে সংশোধনে সহযোগিতা করলে নিজেকে ধন্য মনে করবো।