কবিতা-সুখের চাবিকাঠি
কবি-মূলচাঁদ মাহাত
--------------------------------------
তোমরা শুধু খুঁজেই ফিরো
সুখের আশায় হেঁটে,
আমরা তো ভাই দিব্বি আছি
ডাস্টবিনটা ঘেঁটে।
কে বলো ভাই দালান বাড়ি
খাট পালঙ্কে শোয়া,
টাকার বিছানা পেতেও দেখি
সুখের পায় না ছোঁয়া।
গাড়ি মোটর চড়েও তোমরা
ক্লান্ত হয়ে পড়ো,
বাতানুকুল ঘরেও দেখি
ঘাম ঝরে দরদরো।
আলমারীতে থোকের টাকা
সোনা দানায় ভরা,
তবু দেখি সুখের জন্য
তোমরা সর্বহারা।
বাবু মোদের নেই দুঃখ,
চিন্তা, বেদনা, জ্বালা,
দুঃখে থেকেও করি মোরা
দুঃখকে অবহেলা।
অধিক আশা দুঃখের কারণ
এই কথাটা খাঁটি,
সন্তুষ্টিই আসল জেনো
সুখের চাবিকাঠি।