মরা নদীর বান ডেকেছে খরা গেছে কেটে,
শষ্য শ্যামল ফসল যে আজ সেই সেদিনের মাঠে।
সময় কত গড়িয়ে গেছে নদীর ধারার মতো
যায়নি মুছে তবু আজো হৃদয়ের সব ক্ষত।
স্মৃতির পটে নিত্য ভাসে হারানো সেই দিন,
আজকে যা সব তোমারই আছে আমার কাছে ঋণ।
তোমায় কত দিয়েছি গো আদর, প্রণয়, প্রীতি,
হৃদয় তলে সদাই জ্বলে আজও সে সব স্মৃতি।
স্মৃতির পটে রং তুলিতে কতই চিত্র আঁকি,
মনের ক্ষতে হাজার রকম রঙের প্রলেপ মাখি।
সবটাই তার যায় না ঢাকা, হঠাৎ কোন ব্যথা,
কেমন যেন জেগে উঠেই বলতে থাকে কথা।
থাক না ও সব অতীত ব্যথা ধুসর বিধুর মনে,
বিনি সুতোর মালার মতই মনের সঙ্গোপনে।
স্মৃতি নিয়েও বেঁচে থাকার অনেক মানে থাকে,
মনের মাঝে নিত্য এসে দুঃখ সুখে রাখে।
সুখের দিনেও দুখের স্মৃতি নিঠুর হয়ে কাঁদায়,
দুঃখ ভুলি সুখের স্মৃতির আদর সোহাগ বাঁধায়।
স্মৃতির মাঝেই থাকলে ডুবে জীবন থমকে যায়,
জীবন চলুক স্মৃতিও জ্বলুক জীবন খাতার পাতায়।
02/05/2018 তারিখ আসরের শ্রদ্ধেয় প্রিয় কবি খলিলুর রহমান মহাশয়ের "সেলাই" কবিতার মন্তব্যের পাতায় লেখা।প্রিয় কবি খলিলুর রহমান মহাশয় সম্পূর্ণ কবিতাটি সম্পাদন করেন ।এমন কি কবিতার শীর্ষনামটি পর্যন্ত তারই দেওয়া। তাই আমার এই কবিতাটি শ্রদ্ধার সহিত প্রিয় কবির প্রতি নিবেদন করলাম।