জানকী আজ যায়রে চলে আপণ শ্বশুর ঘর।
নানান সাজ সজ্জায় সেজে রূপেরই বহর।।
জনক কাঁদে সুনয়না কাঁদে, কাঁদে আপন জন,
লতা-পাতা, পশু-পাখি করিছে রোদন।
পরকে করিল আপন,(আজ) আপন হল পর।
জানকী............/........ বহর।
মাতা বলে করিস যেন শ্বাশ-শ্বশুরে যতন,
পিতা বলে লভ যেন শ্রীরামচন্দ্রেরই চরণ,
এবার অযোধ্যা অযোধ্যা বাসি, তোমার ধরহর।
জানকী............../............... বহর।।
স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব দেবীগন,
আজ মিথিলা হতে বিদায় হচ্ছে অমূল্য রতন,
গঙ্গা যমুনা বইছে আজ,বসুমতীর নজর।
জানকী.............../............. বহর।।