শ্রদ্ধেয় প্রিয় কবি শ্রী অজিত কুমার কর মহাশয়ের আজ প্রকাশিত কবিতা "ভগবান বুদ্ধ" এর মন্তব্যের পাতায় লেখা আমার কবিতাটি তার শ্রী চরণে উৎসর্গ করলাম।
সিদ্ধার্থ নমমী
=======
রাজ্য সুখ ত্যাগ করে
ধুলায় গড়াগড়ি,
মানবতা উধাও ভূমে
হিংসার ছড়াছড়ি।
রাজ্য মোহ তাচ্ছিল্য করে
গৃহ ছেড়ে গেলে,
মানবাতার উদ্ধারেতে
বোধি বৃক্ষ তলে।
লোভ, কাম, ক্রোধ, মোহ
বিষর্জন দিতে,
অবগুন ত্যাগে শিক্ষা দিলে
মানবের চিত্তে।
নবম অবতারে তুমি
ধরাভূমে এলে,
সম্প্রীতি ভালবাসার
জ্ঞান দীপ জ্বেলে।
আজ মানবতা ফের
ধুলায় গড়ায়,
হিংসা ঘৃণা মারামারি
দিকে দিকে ধায়,
আরবার এসো প্রভু
এই ধরা ভূমি,
সিদ্ধার্থ পাদ পদ্মে
বার বার নমি।