নীরব দুপুর একাই কাটুক
উদাস বাতাস যাক না বয়ে,
মেঠো পথের পাগলা বাউল
অন্তঃকরণ শূন্য হয়ে।
ভাবনাগুলি মনের খাতায়
আঁচড় টানুক ঋদ্ধ কলম,
জরাজীর্ণ আঘাত ব্যথায়
প্রলেপ মাখাক স্মৃতির মলম।
মনের রাখাল শূন্য মাঠে
রিক্ত হিয়ায় বাজাক বেণু,
কমলরাজী দিল দরিয়ায়
প্রসূন ছড়াক ছিন্ন রেণু।
নাইবা জ্বলুক সাঁঝের প্রদীপ
মন আকাশে সন্ধ্যা তারা,
প্রেমের গহীন শূন্য বুকে
নাইবা হলো আত্মহারা।
নিশীথ যাপন একাকীত্বে
বিরহ ব্যথার চাদর মুড়ে,
স্বপ্ন সকল বিলীন হয়ে
কান্না জমুক হৃদয় জুড়ে।
প্রভাত রঙিন নাইবা হলো
বাষ্পিত হোক শিশিরকণা,
আঘাত পেল নাইবা দ্বারে
হৃদপুরে যার আনাগোনা।
প্রেমের স্বপ্নে বিলীন সবাই,
কজনার হয় স্বপ্ন পূরণ?
অপেক্ষারই চাতক হৃদয়
কাঁদুক না হয় অন্তর-মন।