জঙ্গল মহলের হিরো মোহন বাগানের মিড ফিল্ডার #পিন্টু_মাহাত কে আমার শুভেচ্ছা।
#শুভ কামনা_জানাই
#মূলচাঁদ_মাহাত
অভাব যাদের নিত্য সঙ্গী
পেটে যাদের টান,
তারা কি আর গাইতে পারে
ভালবাসার গান?
মনের মাঝে অধ্যবসায়
লড়াই করার পণ,
কঠোর পরিশ্রমের ভাষা
সফলতার ধন।
জঙ্গল মহলের রুখা মাটি
প্রকৃতিও মনমরা,
এখানের যুবক উচ্চ আশায়
নিরাশ স্বপ্ন হারা।
এদেরই মাঝে পিন্টু মাহাতর
ভাবনা ব্যতিক্রম,
জয়ী হওয়ার মানসিকতায়
কঠোর পরিশ্রম।
ট্রায়াল দিতে শহর গেলে
আশ্রয় হীন সে ছেলে,
ইস্টেশনের প্লাটফর্মেই
রাত কাটাবো বলে,
সে ছেলের আজ পায়ের যাদুই
মুগ্ধ রাজ্য বাসী,
মোহন বাগানের জয়োল্লাসে
শুভেচ্ছা রাশি রাশি,
ভারতের টিম খেলবে এবার
পিন্টু মাহাতর পা'য়,
আমার ছোট্ট কাব্য ধারায়
শুভ কামনা জানাই।