আসরের প্রিয় কবি রুনা লাইলা মহাশয়ার পুত্র তাসিন ইসলাম রুহান আট বছর বয়সেই ছড়াকবিতা লিখে বাজিমাত করে দিয়েছে। তাকে আশীর্বাদ স্বরূপ আমার এই কবিতা তাকেই উৎস্বর্গ করা হল। তার সার্বিক মঙ্গল কামনা করি।
দুষ্ট ছেলে দুষ্টু ছেলে
ছড়ায় পাকা হাত,
ছড়া লেখে পড়া করে
কাটায় অর্ধ রাত।
সময় করে, অসময়ে
কাটুক না হয় ছন্দে,
বড় হয়ে কবি হবে
তাতে নাইকো সন্দে।
আশীষ করি বড় হয়ে
সবচেয়ে হও ধন্য,
চারিদিক সুনাম ছড়াক
মাতাপিতার জন্য।