অতীত স্মৃতির জীর্ণ দেবালয়ে,
তোমার মুর্তি আজো করে জ্বলজ্বল,
দুঃখ ব্যাথার নৈবেদ্যের ডালি সাজি
চোখের অশ্রুকে বানায় গঙ্গা জল।
আঘাত গুলি বেদ বাক্যের মতো
প্রতিটি দেওয়ালে ওম ধ্বনি তুলে,
কান্না আমার শঙ্খ নিনাদ স্বরে
পাষাণ তোমার হৃদয় তবু না গলে।
ডুকরে ডুকরে প্রসাদ আমি বিলোয়,
প্রাপ্তি আমার শুধুই হতাশা ফল,
কোথায় রইল ত্রুটি বিচ্যুতি আমার
আর কত কাল পুজবো তোমায় বল?