আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আবার আজকের দিনেই আসরের শ্রদ্ধেয়া কবি রীনা বিশ্বাস(হাসি) যাকে আমি শ্রদ্ধায় দিদি বলে সম্বোধন করি তার জন্মদিন।
আমার এই ছোটো কবিতা কবি দিদির চরণে উৎসর্গ করলাম।



ও হে কবি
আর নেই দুঃখ বেদনা
তোমার বিদায় কালে,
তোমার সকল আশা আকাঙ্ক্ষা
হাসি'তে দিয়েছো ঢেলে।
যে দিন তুমি বিদায় নিলে
সেদিন শুভ প্রাতে,
আরেকটি প্রাণ সঞ্চারিল
সুমধুর সংগীতে।
সুরে সুরে আর কাব্য-গীতিতে
দিয়েছো ভূবন ভরে,
যেন তুমিই বিরাজিত কর
রীনা দিদির অন্তরে।
দুজনের লেখা গানে ও সুরে
জীবনের প্রেরণা পাই,
দুজনেই মিনতি এ অজ্ঞানীরে
চরনে দিও গো ঠাঁই।