ঐ দেখ ঐ দেখ ঐ দেখ আসে রে,
তাই দেখে ঐ দেখ কৃষকেরা হাসে রে,
বরষায় ঝম্ ঝম্ শ্রাবণের মাসে রে,
কৃষাণ কৃষাণী মিলে লেগে যায় চাষে রে,
ঐ শোনো ভাদরীয়া গান ভেসে আসে রে।
ঐ দেখ ঐ দেখ ঐ দেখ আসে রে,
ফড়িং এর নাচ গান বাতাসেতে ভাসে রে,
সৃষ্টিরা মত্ত মাটিরও সুবাসে রে,
আজ প্রাণ দিশাহারা সৃজনীর জোশে রে,
নব জীব মুখরিত নব উৎচ্ছাসে রে।
ঐ দেখ ঐ দেখ ঐ দেখ আসে রে,
বন্যায় বাণভাসি হাহাকার ত্রাসে রে,
নেতাগুলি দূরে থেকে ঐ দেখ হাসে রে,
ভোটকালে ছুটে আসে আজ নেই পাশে রে,
যেন সংবিধান হাসে নিষ্ঠুর উপহাসে রে,
ঐ শোনো অট্টহাসি কোলরোল আসে রে।
ঐ দেখ ঐ দেখ ঐ দেখ আসে রে,
বাণভাসি লাশগুলি নদী জলে ভাসে রে,
কাকগুলি ঠোকরাই ভেসে যাওয়া লাশে রে,
মা গুলি উন্মাদ হয়ে দেখে উন্মেষে রে,
বুক ফাটা কান্নায় স্বপ্নের শেষে রে,
ঐ শোনো হাহাকার থেকে থেকে আসে রে।
ঐ দেখ ঐ দেখ ঐ দেখ আসে রে।