ভালবাসা হারিয়ে যাবে,
জানি না কখন কোথায়।
কিন্তু হেথা তুমিও রবে এবং আমিও রব,
এই পৃথিবীও রবে।
শুধু রবে না,
আমার প্রতি তোমার ভালবাসা,
আমার প্রতি তোমার মমতা,
আমার প্রতি তোমার হৃদয়ে ব্যথা।
কিন্তু সাক্ষাতের প্রতি মুহুর্তে তুমি বলেছিলে....
"আমি তোমাকে প্রচুর ভালবসি,
তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ,
তুমিই আমার জীবনের একমাত্র সঙ্গী,
তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারি না....."
হায়! তোমার এই মধুর বাণীতেই
আমি আসক্ত ও মোহিত হয়েছিলাম তোমার প্রতি।
কিন্তু জানতাম না,
তোমার প্রতিটি বাক্য ছলনা মিশ্রিত।
এবার হয়তো তুমি থাকবে সুখে ও আনন্দে।
কিন্তু আমার জীবনের এই শেষ দিন,
এবং এ আমার শেষ পত্র।
তুমি পাবে তখন হয়তো
আমার শেষ নি:শ্বাস টুকুও ছেড়ে যাবে।
তবে এসো যেন আমার মৃত শরীরের পাশে
যদি দাহ্ দাহ্ করে জ্বলে উঠে
তোমার শেষ দর্শনে।