আমি এক দুর্দিনের কবি,
তাই বৈষম্যে আমার বিশেষত্ব,
মৃত্যুর গহ্বরেও আমি রোমান্টিক হয়ে উঠি,
বিষাদ বিষণ্ণ কান্নার রোলে শুনি জীবনের সৃষ্টি।
আমার মধ্যে দয়া,মায়া,মমতার অনুভূতি অনুপস্থিত।
তা নাহলে
হাসপাতালে মৃত্যুকক্ষের প্রাঙ্গণে
আমার কবিতার বিষয় প্রেম,
কবিতার বিষয় সৃষ্টি আর মৃত্যু!
আমার মস্তিষ্কের যন্ত্রণারা মুক্তি খুঁজে,
অথচ স্মৃতিরা তোলপাড় করে
এক একটি বিচ্ছিন্ন ঘটনা...
হাতে হাত রেখে মাঙ্গলিক মন্ত্র,
অপেক্ষামান কোন মেয়ের ব্যথাতুর মুখ,
কিম্বা কোন শবযাত্রা,
নাহয় সৃষ্টির প্রথম কান্না।
আজ আবার মনে হয়
জীবন শাশ্বত নয়।
শাশ্বত.......
প্রেম এবং মৃত্যু!
সৌরমণ্ডলের একমাত্র জীবনের গ্রহে
প্রেম আর মৃত্যুই
অ-মৃত।