আজকাল ডাক্তার দেখাতে গেলে
হাজার রকমের টেষ্ট,
ডাক্তার বলেন টেষ্ট না করলে
রোগ হবে না যে বেষ্ট।
বাপ রে বাপ রে বাপ রে বাপ
সারাটা দিন পরেশান,
রুগিরে ঠিক করাতে গিয়ে
বোধ হয় নিজেরই যাবে জান।
কত রকমের রক্ত পরীক্ষা
সিরিঞ্জে সিরিঞ্জে চুষে নেয়,
ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ডে
এক একটা পকেট খালি করে দেয়।
শেষে বলেন পে টিএম আর
অনলাইনেও পেমেন্ট হবে,
সমস্ত টেষ্টের শেষে বলেন
সাত দিন পর রিপোর্ট পাবে।
সপ্তম দিনে ডাক্তার বলেন
আরেকটা টেষ্ট করতে হবে,
সেই টেষ্টটা করলেই তবে
রোগের কারণ জানা যাবে।
অন্তিম টেষ্টে জানা গেল
এতো বাঘ নয় বিড়াল ছানা,
ডাক্তারদের ব্যবসা এটাও
অসহায়ের অর্থ টানা।
আগে ছিল ডাক্তার নার্সের
আর্ত সেবা শুশ্রূষা কাজ,
অর্থ শোষণ বিত্ত বৈভব নেশায়
সেবার ভাবনা নেইকো আজ।
আসরে যারা চিকিৎসক আছেন তাদের প্রতি জনের নিকটা বিনম্র ক্ষমা প্রার্থনা করছি।