ক্ষেতে ক্ষেতে আজ সোনালী ধান
হাওয়ায় দোলে সুখ,
সেই খুশীতে চাষীর প্রাণ আজ
ভুলেছে মনের দুখ।
নানান রাঙে সাজিয়েছে আজ
ঘরের দেওয়াল খানি,
আলপনাতে সাজিয়ে দিবে
গরুর আগমনী।
চাষীরা আজ পুজবে সকল
কারহা হাল জুঁয়াল,
গরু মহিষ চাষের কাজে
সাহারা সাঁঝ সকাল।
'মুঠি ধান' মাথায় আনবে নিয়ে
রাখবে তা গোলায়,
সেই ধানের 'মেড়োয়ের' বুনে
পরাবে গরুর গলায়।
গোয়াল পূজা করে বউয়েরা
চুমাবে গোয়াল গরু,
ধামসা মাদলের তালে তালে
বরদ খেলা শুরু।
তেল সিন্দুরে রাঙিয়ে শিঙে
সাজাবে নানান রঙে,
সঁহরই গীতে মাতাল হয়ে
নাচবে তাহার সঙে।
সঁহরই পরবে মেতে উঠেছে
আদিবাসীদের অঞ্চল,
নাচ ও গানে আনন্দেতে
উচ্ছল চঞ্চল।
সভ্য সমাজের নজরে আজো
উপেক্ষিত উপহাস,
আদিবাসীদের সংস্কৃতি যেন
বিকৃত ইতিহাস।