আর কত প্রাণ শহীদ হলে
ভিজবে তোমার চোখ,
আর কত প্রাণের রক্ত ধারায়
বুঝবে তুমি শোক।
মৃত্যু ব্যথায় কাতর আজি
শহীদদের পরিবার,
সমবেদনার প্রলেপ মেখে
আগলে দাঁড়াবে দ্বার।
যে শিশু আজ নিথর পিতায়
ডেকে ডেকে হলো ব্যর্থ,
যে পিতা আজ বীর পুত্রের
মৃত্যুর বোঝে না অর্থ।
যার কোল আজি রিক্ত হলো
যার সিঁথি হলো শূণ্য,
কোন সে ভাষার সমবেদনায়
সে অন্তর হবে পূর্ণ।
হৃদয় বিদারক কান্নায় ভাসে
চুয়াল্লিশটা পরিবার,
জাতীয় প্রেমের মিলন দিনে
বিরহের অন্ধকার।
পুলওয়ামায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালাম।