সখী..............
যাবি রে তুই আমার সঙ্গে
                 গহীন বনের কোনে?
বনদেবতা আসবে ওরে
                 মিলতে আমার সনে!
বলনা সখী যাবি কি না
                 উদাস আকাশ নীলে?
পক্ষীরাজের ঘোড়াই চড়ে
                  আসবে বাদল দিনে!
যাবি কি রে আমার সঙ্গে
                   উছল দরিয়া গাঁঙে?
জলতরঙ্গ  ঢেউয়ের পালে
                  গাইবে বেহাগ রাগে!
নীরব পাহাড় একাই থাকে
                   বেদনা তাহার শুনি,
ব্যথায় হৃদয় পাথর হয়
                   চলনা তাহার গুনি।
ফুলগুলি যে নানান রঙে
                  সৌরভ ছড়ায় বায়ে,
কি করে যে লুটায় জীবন
                 মাটির দেবতা পায়ে!
চলনা দেখি ঝর্ণা ঝরে
                   পাহাড় চাটান পরে,
গোপন করে ব্যথার অশ্রু
                 সৌন্দর্য বিলায় ওরে!
দেখব ওরে চলনা সখী
                   নদী মোহনায় মিশে,
মিলন সুখে বিলিন হয়ে
                   কেমন ব্যথায় হাসে!
ওরে..........
মানুষ গুলি চালাক কত
                        সবার মতন হয়,
বলনা সখী মানুষের কি বা
                         নিজের পরিচয়?