কাব্য প্রীতির প্রেরণা তুমি
অথচ তাচ্ছিল্য আর অবহেলা তোমার প্রতি।
এই প্রথম তোমাই নিয়ে কবিতা।
এখনো স্বপ্নে এসে অনুরণন জাগিয়ে যাও,
এখনো নতুন উৎস দিয়ে যাও।
দৈনন্দিনের বিক্ষিপ্ত জীবনে
স্মৃতি ম্লান হতে
পাঁচ বৎসর স্বাভাবিক,
তবুও অক্ষত এই হৃদয় জুড়ে।
এই তো সেদিন
আমার কর্মস্থলে চায়ের কাপে উষ্ণতা
ওষ্ঠের কোঠরে সিগারেটে
অগ্নি সংযোগ করলে।
ধুম্রপান ক্ষতিকারক বলায়
চিকিৎসা বিজ্ঞানের এক একটি বর্ণ
আমার কর্ণ কুহরে আছড়ে মারলে।
কদিন আগে কমনরুমে
হৈহুল্লোড়ে
কলেজের পাজি ছেলেদের লিষ্টে নাম লেখালে।
তার কদিন আগে তো
পঞ্চম শ্রেনীর প্রথম বেঞ্চ
শুধু তোমার ও আমার।
আজ বড় অসহায় আমি
আমার পদ্যের
এক একটি বানান
সংশোধন করে বলতে
কোথায় জীবনানন্দ
আর কোথায় মূলচাঁদ!

বলতে- নামের বড়ই মাহাত্ম্য
পরিবর্তন দরকার
রবি ঠাকুরও বলেন-"যাহার নামকে নাম মাত্র মনে করেন..."
আমিও তাদের দলে নয়।


আমার সর্বপ্রিয় বন্ধু সন্দীপ চট্টোপাধ্যায়ের জীবন বিয়োগের পাঁচ বৎসর পূর্ণ হলো।
তবু আমার হৃদয়ে তার উপস্থিতি বর্তমান।
তার স্মৃতিতে আমার এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন।