আগুন জ্বলে রান্না ঘরে
জ্বলুক তাতে সিদ্ধ হয়,
আগুন জ্বলে মনের মাঝে
জ্বলুক তাতে ঋদ্ধ হয়,
আগুন জ্বলে প্রতিহিংসার
জ্বলুক তাতে সচেষ্ট হয়।
কিন্তু আগুন জ্বললে বনে
মনের ভিতর কষ্ট হয়।
নিরীহ যত কীট পতঙ্গ
তীব্র অনলে দগ্ধ হয়,
কতনা ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব
সেই আগুনে বধ্য হয়।
কতনা পাখ পাখালীর বাসা
সেই আগুনের অংশ হয়,
সরীসৃপ বা পাখির ডিমও
সেই অনলেই ধংস হয়।
কতনা গুল্ম লতা পাতা
বন বাদাড়ে গুপ্ত রয়,
দাবানলের অগ্নী শিখায়
চিরতরে বিলুপ্ত হয়।
নিজে কিম্বা আপন স্বজন
যদি কভু দগ্ধ হবে,
বনে আগুন দেওয়ার ফল
নিজে সেদিন লব্ধ হবে।