খুশীর রঙে ফাগুন এলো
             হোলির ছুটির বার্তা নিয়ে,
সবার রঙে রেঙে উঠুক
          সবাইকে রঙ মাখিয়ে দিয়ে।
পলাশ ফুলে পাহাড় রাঙে
               শিমুল ফুলে রাঙায় গাঁ,
প্রেমের রঙে হৃদয় রাঙে
             হোলির রঙে ভেজায় গা।
কৃষ্ণচুড়া আর রাধাচুড়া
         প্রেমিক মনকে রাঙিয়ে দেয়,
যৌবনেরই মধুর রঙে
          প্রেমের সাড়া লাগিয়ে দেয়।
কচি কচি গাছের শাখাই
              রঙিন পাতা রাঙায় গাছ,
নানা রঙের মেঘের ভেলা
          আকাশ কোলে লাগায় নাচ।
নানা রঙের ফুলের মেলায়
              পরাগ মেখে অলি রাঙে,
কোকিল কণ্ঠ রাঙে আজি
              বিরহ প্রেমের অনুরাগে।
বাসন্তীকের সবুজ রঙে
            মাঠ ঘাটকে রাঙিয়ে দেয়,
সব কিছুকে রাঙিয়ে শেষে
            ফাগুন বেলা বিদাই নেয়।


মাননীয় কবি লক্ষ্মণ ভাণ্ডারী মহাশয়ের কালকে প্রকাশিত কবিতা "এসেছে ফাগুন(গীতি কবিতা)" এর মন্তব্যের পাতায় লেখা আমার কবিতা


ফাগুন মানে বসন্ত
==========


ফাগুন মানে মন বসন্ত
ফাগুন মানে খুশী অনন্ত
ফাগুন মানে রঙের খেলা
সকাল দুপুর সারা বেলা।

পিচকারী ও আবির নিয়ে
একে অপরে রাঙিয়ে দিয়ে
আনন্দে উত্তাল হওয়া
ভুলে সকল চাওয়া পাওয়া।

একে অপরে আলিঙ্গনে
ভাব বিনিময় প্রাণে প্রাণে।
মনের সকল ঝালাপালা
ভুলে সকল দু:খ জ্বালা।

মহুয়া রসে মাতাল হওয়া
খুশীর ভেলায় ভেষে যাওয়া।
মধুকরের গুঞ্জন ধ্বনি
কোকিলের কুহু তান শুনি।

শিমুল পলাশে ধরা লাল
প্রেমে মন তাল বেতাল
তাই এলোরে ফাগুন বেলা
মন আঙিনায় খুশীর মেলা

মন ছুটেছে দিক্ দিগন্ত
ফাগুন মানে মন বসন্ত
ফাগুন মানে খুশী অনন্ত
ফাগুন মানে মন বসন্ত।



আসরের সকল শ্রদ্ধেয়  কবি, কবি বন্ধু ও কবি ভাইদের দোল যাত্রা ও হোলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। সবার পরিবারে সবারই অন্তর খুশীর রঙে রঙিন হয়ে উঠুক এই কামনা করি।