আজকে খেলি রঙের খেলা
মুখ ঢেকে যায় রঙে,
বিকৃতি সব গড়ন দেখি
সাজ সজ্জা ও ঢঙে।
রঙের কথা বলবো কত
এই রঙিন দুনিয়ায়,
আসল রঙ নাইকো দ্রব্যে
আজি নকল জামানায়।
সাদা কালো টেলিভিশনটা
রঙিন যবে হলো,
রঙ রঙিনে দুনিয়া মেতে
জ্বললো রঙিন আলো।
লাল নীল সব রঙে খেলে
ছোটন শিশুরা,
প্রেমের নেশা চড়লে যৌবনে
রঙিন দেখে ধরা।
ইঁচড় গুলোর চড়লে নেশা
রঙিন দেখে দেশ,
বউ পাগলা রঙিন বউয়ে
মেতে থাকে বেশ।
সাদা কেশও রঙিন হয়
কলাপ দিয়ে ঢেকে,
মাঝ বয়সী যুবতী সাজে
ক্রিম গালে মেখে।
ওষ্ঠের লালি ফেকাস এখন
লিপিষ্টিকে রাঙা,
এই দুনিয়ায় সিঁথিও বেরঙ
যার কপাল ভাঙ্গা।
রসিক বুড়ো রঙিন হয়
নাত বউকে দেখে,
রসিকতায় রাঙায় তারে
আদর করে রাখে।
ফর্সা রঙের পাত্রী খুঁজে
চাকুরী করা বরে,
রঙিন নোটের দাবি করে,
রঙিন চশমা পরে।
রঙ বদলে নেতার কাছে
গিরগিটিও হার মানে,
ভোটের রঙে রঙিন ভোটারে
নেতা মন্ত্রীরা টানে।
নানান রঙের ফুলে সাজে
ধরিত্রীর এই বুকে,
শস্য শ্যামলায় রঙিন চাষী
বাঁচে মনের সুখে।
কোনো রঙেই রাঙবে না যার
মনটা থাকে ভাঙ্গা,
সমস্ত রঙ সমাহিত ঐ
রামধনু সাত রাঙা।
কাল প্রকাশিত মাননীয় কবি রঞ্জন গিরি মহাশয়ের "হাকিম" কবিতার মন্তব্যের পাতায় আমার লেখা কবিতা।
সংযোজন সহ।
হাকিম নেতার বিরুদ্ধে দাদু
=========
হা... হা..... হা...... হা......
হাসতে হাসতে হাঁচি আসে
হাসির নাইকো শেষ,
হামাগুড়ি দিয়ে সবাই হাসে
হাকিম নেতার দেশ।
হালুম হালুম করে হকিম
হুজুগে মাতে সব,
হুটোপাটিতে হুড়াহুড়িতে
হায় হায় হায় রব।
হোলি খেলা বন্ধ দেশে
হুকুম করেন নেতা,
হুলস্থুল কান্ড বাধে শুনে
হাকিম নেতার কথা।
হতাশ সবে ঘরের ভিতর
হুড়কা দিয়ে দ্বারে,
হোলির মজা হল কাদা
হাকিম নেতার বরে।
হাকিম নেতার বিরোধ করে
হাঁকেন আমার দাদু,
হোলি খেলা হবে দেশে
হাকিম হোক না যদু মধু।
হৈ হুল্লোড়ে বেরিয়ে পড়ে
হুড়কা ভেঙ্গে সবে,
হাসতে হাসতে হোলি খেলে
হোলি হে হোলি হে রবে।
আসরের সকল শ্রদ্ধেয় কবি, কবি বন্ধু ও কবি ভাইদের দোল যাত্রা ও হোলির অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। সবার পরিবারে সবারই অন্তর খুশীর রঙে রঙিন হয়ে উঠুক এই কামনা করি।