বিদ্যা আমায় দেয়নি কোন দেবী
যা পেয়েছি সবই পুঁথিগত,
আর দিয়েছেন আমার শিক্ষাগুরু
তাঁর চরণে সদাই মাথা নত।
আর দিয়েছে শিক্ষা নিজের মাতা
যদি বলি তিনিই সরস্বতী,
অত্যুক্তি কেনই তাতে হবে
দেবী বললেও নেইকো কোনো ক্ষতি।
যে লিখেছেন প্রথম বর্ণমালা
তিনিই হলেন শিক্ষার আদিদেব,
সে ইতিহাস বিকৃত আজ করে
কৃতিত্বে তার পড়লো মাটির প্রলেপ।
জ্ঞান বিদ্যার দেবীই যদি হবে
তার আরাধ্যে জ্ঞান হবে ভরপুর,
ভারত তবে শিক্ষায় কেন পিছিয়ে
কেন উন্নত দেশ থেকে যোজন দূর?
পূজা যদি করতেই হয় তবে
কর পূজা গুরুর চরণ ধরে,
আরাধ্য হোক জ্ঞানের আধার পুঁথি
পরিশ্রম হোক পূজ্য অন্তরে।