আমার আজকের কবিতাটি আসরের বরিষ্ঠ এবং সবার প্রিয় কবি শ্রদ্ধেয় শ্রী গোপাল চন্দ্র সরকার মহাশয়ের  শ্রীচরণে উৎসর্গ করলাম।


শ্রী  গোপাল চন্দ্র সরকার
কবিতা আসরের শ্রদ্ধেয় কবি,
প্রতিদিন প্রকাশ দেন কবিতা
যেন আপন তেজে দ্বীপ্ত রবি।
পিতা তাহার কিনু ভূষণ
মাতা কামিনী সরকার,
সাতক্ষিরা,খুলনা,বাংলাদেশে
গোবিন্দকাটিতে জন্ম তার।
উনিশ শত পঞ্চান্ন সালে
উদ্ধাস্তু হয়ে ভারতবাসী,
মধ্যপ্রদেশের ভূপাল জেলা
গ্রাম গোবিন্দ পুর নিবাসী।
নিজ গ্রামীণ বিদ্যা আলয়ে
পঞ্চম পর্যন্ত শিক্ষা চলে,
উচ্চ মাধ্যমিক পাস করেন
পাখানজোড় হাই স্কুলে।
পরে আই টি আই ডিগ্রী নিয়ে
'ভেলে' শুরু  কর্মজীবন,
কর্ম ক্ষেত্রে এবং পরিবারে
অতি সরল জীবন যাপন।
বর্তমানে অবসর কালে
কাব্য চর্চায় মনোনিবেশ,
বাংলা কবিতা ডট কমে
কবি আসরে করেন প্রবেশ।
ব্যঙ্গ কবিতার মধ্য দিয়ে
সমাজের বাস্তব চিত্র আঁকেন,
নেতা, সেতা, গরীব, দুখী
কাউকে না বাকি রাখেন।
দেশের যত নোংরা ব্যপার
অর্থ লোলুপ কসাই ধনী,
তার কবিতায় অবলীলায়
ব্যঙ্গ স্বরে আনেন টানি।
চতুর্দিকে সুনাম তাহার
প্রকাশ করে 'কবিতা মালা',
তার আশীর্বাদ অভিলাষী
সাজিয়েছি আমি বরণ ডালা।