সকাল দুপুর জ্বালাও কেনে
পিরিত পিরিত করে?
আজীবনই থাকবো তোমার
যায়নি তো হায় মরে!
বিয়ের আগের ভালবাসা
এখন কি আর পাবে!
জীবন এখন রুদ্ধশ্বাস
সংসারেরই চাপে।
বিয়ের পরে গ্রীলের ফাঁকে
প্রেম বেরিয়ে যায়,
সকাল, দুপুর কাজের চাপে
জান করে হায় হায়।
আদেশ করেন শ্বাশ-শ্বশুরে
ননদ মারে খোঁচা,
জেঠানিদের বক্র কথায়
অতিষ্ঠ প্রাণ বাঁচা।
ভাঁশুর কিছু না বললেও
বুঝি অত্যুক্তি কথা,
দেওয়রের আবদারেতে
ভীষণ ধরে মাথা।
ঠাকুর পো, ঠাকুরঝি আর
বাচ্চা কাচ্চা যত,
সব কিছুকে সামাল দিতে
দেহ ক্ষত বিক্ষত।
চাল ডাল আর সদায় আন
পেটে আহার চাই,
প্রেম পিরিতি ভালবাসার
আর অবসর নাই।