আমার প্রেমের নৌকা খানি যবে ভাসিয়েছিলাম জলে,
কি আনন্দ উচ্ছাসে সেদিন ভেসেছিলাম হেলেদুলে।
নৌকায় ছিল না পাল, ছিল না লগি, ছিল না যে হাল,
ভেসেছি কেবল স্রোতের টানে আমি যে প্রেমিক উত্তাল।
ভাসতে ভাসতে অবশেষে আমি হারিয়ে ফেলেছি সব,
মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব। তাদের আনন্দ ব্যথা কলরব,
সুখ-দু:খ,হাসি-কান্না এবং জীবন- মরণের খেলা,
কত স্বপ্নের আশা-নিরাশা, প্রেম- বিরহের পালা।
ভেবেছিলাম আমার সুখের স্থান সবার সুখের আগে,
নেই দু:খ-ব্যথা কাহারো বিরহ প্রেমের অনুরাগে।
ভাসতে ভাসতে নৌকা যখন দূর দেশে দিয়েছে পাড়ি,
ফিরবে না আর। যেখান হতে এসেছি আমি ছাড়ি।
সেই নির্জনে কেহ যেন ডাকে তোমার গানের মধুর সুরে,
কাছ হতে কাছ আরো আসি কাছে শেষে আসি ঐ নদীর ধারে।
সেদিনও আমি চিনেছিলাম ওগো দাঁড়িয়ে সেথা তুমিই ছিলে,
বহু চেষ্টা করেও আমার নৌকা ভিড়াতে পারি নি নদী কূলে।
ছেড়ে আমি গেলাম চলে দূর দেশে দেশ দেশান্তরে,
"আমার অপেক্ষায় থেকো প্রিয়া" বলেছিলাম আসব ফিরে।
কিন্তু যবে এলাম ফিরে সাগর শশীর জোয়ারের টানে,
কেঁদেছিলাম আমি সেদিন চেয়ে শুধুই তোমার পানে।
পরনে তোমার সুহাগ শাড়ি,সিঁথিতে তোমার সিন্দুর রেখা,
মুখ মন্ডলে কুমকুম ফোঁটা,হাতে ও পায়ে মেহেন্দী আঁকা।
পাশে তোমার প্রিয়তম হাত ধরে তার দাঁড়িয়ে ছিলে,
আমি যবে তাকায় তোমায় মুখটি তোমার ঘুরিয়ে নিলে।
প্রিয়া বুকে লাগলো আঘাত তোমার ব্যবহারের ফলে,
থাকবো না আর দাঁড়িয়ে হেথা যাব আমি ভাটায় চলে।
এবার আমি আসবো নাকো কোন জোয়ার ভাটার টানে,
সুখে থেকো তুমি প্রিয়া দু:খই সইবো আমার প্রাণে।
যদি সুখি হবে ভুলে তবে আমায় দিও গো ভুলায়ে,
আমি মহাসাগর স্রোতে সাগর দেশে যাব মিলায়ে।