শুরু হয়েছে যুগল প্রেমিদের
উলটা গণনা,
কোন উপহার মানাবে তারই
মনে আনাগোনা।
প্রথম দিন তো গোলাপ ফুলে
কেটে গেল বেশ,
পরের দিন বলতে গিয়েও
আটকে গেল রেশ।
তৃতীয় দিনে চকলেট হাতে
হাসি মুখে দাঁড়ায়,
চারে টেডিতে সন্তান ভার
নিতে হবে জানায়।
পঞ্চমীতে শপথ নিলো
একে অপরের জন্য,
আলিঙ্গনে ষষ্ঠ দিনে
দুজনা হল ধন্য।
সপ্তমীতে চুমু খাওয়া
পার্কে বসে আড্ডা,
আনন্দেতে ভেষে যাওয়া
ভেলেন্টাইন দিনটা।
প্রেমীদয় মিলে হইহুল্লোড়
উচ্ছাস সীমাহীন,
১৪ফেব্রুয়ারি ভেলেন্টাইন
প্রেমের জাতীয় দিন।