সন্ধ্যা নেমেছিল নির্জনতার মাঠে
নিস্তব্ধতা আর আধারে
মগজে হাতড়ানো স্মৃতির মতো
চোখ গুলো শিকারী মার্জারের মতো করে
সন্তর্পণে এক একটা পা ফেলে অগ্রসর হয়
প্রেম আর জীবন |

একটি মাত্র নারী
যে সুন্দরী আর সুশ্রী
কিন্তু চরিত্র ------?

আলো দেখার প্রতীক্ষা প্রেমের ;

একটি মাত্র প্রভাত, বসন্তের,
যে প্রভাতে জেগে উঠবে ভোরের পাখি |

কিন্তু হায়------!

সেই নারী
ছলনার অন্তরালে প্রেমের অস্তিত্বকে উপেক্ষা করে |
মুখের ঘুট গিলে
স্বস্তির বিশ্বাসের নিশ্বাস ফেলে
গুমরে উঠে বুকের ভিতরের ছোট্টো হৃদয়,
ভেঙ্গে যেতে চাই কাঁচের মতো টুকরো টুকরো  হয়ে,
ঘাত প্রতিঘাতে;
তবু আশা প্রদীপ জ্বালিয়ে
প্রতীক্ষার অবসরে
কেঁদে কেঁদে বুক ভাষায়
একটা পুরুষ জীবন!
আর দিন গুনে মরণের!

রচনা কাল :-
০৩/০২/২০০৭