প্রদীপ শিখা যায়না ঢাকা
হাতের তালুতে,
জলের গতি যায়না রোখা
নদীর বালুতে।
সূর্য এলেই দিকদিগন্তে
ছড়িয়ে দিবে প্রভা,
নীরদ কভু হয়নি সফল
লুকোতে তার আভা।
ফুটলে গোলাপ সুগন্ধে তার
বাতাস মুখরিত,
জ্বল্লে আগুন উঠবে যেনো
ফুলকি শতশত।
প্রতিভা কারো কেউ কোনদিন
রাখতে পারেনা চেপে,
কারোর সাথে কারো তুলনা
করা যায়না মেপে।
কেউ যদি গান গাইতে আসে
সুরেলা কণ্ঠ নিয়ে,
এঁড়ে গলার গায়করা তাই
বাধা দিতে যায় ধেয়ে।
এমন কি না মঞ্চ জুড়েও
হট্টগোলেতে মাতে,
তাই বলে কি প্রতিভা কারো
লুকোয় অভিঘাতে।
যতই তোমার থাকনা জ্ঞান
ভেবোনা তুমিই শ্রেষ্ঠ,
অহংকারের বিনাশ সদাই
অশ্রদ্ধাতেই নষ্ট।