প্রেম প্রতিক্ষায় আছি তোমার
                রক্ত গোলাপ হাতে নিয়ে;
লাগুক কাঁটা বিঁধুক বুকে
        সুখী হবো তোমায় পাপড়ি দিয়ে।
আমার চোখের ঝর্ণাধারায়
           কভূ বিগলিত হয় তোমার মন;
স্মৃতিতে ভাষে ম্লান মুখ আমার
           যদি কভূ আসে আমার স্মরণ।
যদি মনে পড়ে তোমার হৃদয়ে
         জ্যোৎস্না রাতের হাতে হাত ধরা;
আলিঙ্গনের তাপে তপ্ত দেহ
           অধরে অধরে দিয়েছিলে সুরা।
ভিজেছিলে সেদিন প্রেমের আবেশে
           সুসজ্জিত তুমি অপরূপ সাজে;
দীঘি নয়ন, চন্দ্র বদন, ইষৎ হাসিতে
      আমি তাকালে মুখ ডাকতে লাজে।
বান্ধবীর পরিণয় ছাদের নিচে
         বাজছিল সানাই নহবতের সুরে;
তোমার পরশ চাইতেই হঠাৎ
             চকিত হয়ে ঠেলেছিলে দূরে।
কোনো ভাতৃস্হানীয়'র নজরে এলাম
            বিচ্ছেদ শুরু হল তখন থেকে;
অত:পর তোমার ফোন লাগে না
          আঘাত সয়ে যায় আমার বুকে।
আমি ফোন অবিরত নিকটে রাখি
      না জানি কখন আসে তোমার কল;
স্নান আহারের পরেও গিয়ে দেখি
        হয়তো হয়েছে তোমার মিস্‌কল।
প্রতিদিন একবার উদাস হয়
         প্রতি বিকেলে যায় বিরহে ডুবে;
পর প্রাতে আবার তোমারে স্মরি
     প্রতি মুহুর্তে থাকো আমার অনুভবে।
অঝোরের পানে চেয়ে আছি আমি
          ইচ্ছা যদি হয় ডাক দিও মোরে;
চিরদিন আমি তোমারই হয়ে থাকবো
    তুমি কি আমায় নিবে না আপন করে?


আজ ভেলেন্টাইন দিন।আসরের শ্রদ্ধেয় কবি, কবি বন্ধু ও কবি ভাইদের শুভ ভেলেন্টাইনের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। প্রতিটি পরিবারে, প্রতিটি সংসারে, প্রতিটি মানুষের মনে সুখ সমৃদ্ধি আসুক এই কামনা করি।