ওগো মাতা সরস্বতী,
দাও মোরে শুভমতি,
জীবনের ধাপে প্রতি,
অগ্রে যেন থাকি।
শ্রদ্ধা করি গুরু জনে,
পূজা করি মনে মনে,
ছোটোদের প্রতি ক্ষনে,
স্নেহ করে রাখি।।
ভালো কাজ করি যেন,
দশের সেবাই ধন্য,
আমার হৃদয়ে হেন,
অনুভূতি জাগে।
গরীবের দুঃখে দুঃখী,
নিঃস্বার্থীর সুখে সুখী,
আমি যেন মাগো থাকি,
সবাকার আগে।।
অন্ধ জনে পথ হেরি,
ব্যাধি জনে সেবা করি,
দিতে পারি অনাহারী,
মুখে তুলে অন্ন।
এই প্রার্থনা আমার,
তোমার পালা এবার,
বর দিয়ে এই বার,
কর মোরে ধন্য।।
(আসরের সকল কবি দের
শুভ বসন্ত পঞ্চমীর প্রীতি,
শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।)