উড়ছে আকাশ মন সুদূরে
তোমার অপেক্ষায়,
রয়ে আছো দূর বিদেশে
একাকী অসহায়।
পিরিত জ্বালায় হৃদয় জ্বলে
বিষন্ন আজ ধরা,
তোর লাগি যে আমার হৃদয়
উদাশ আত্মহারা।
আমার চোখের অশ্রু ঝরে
ঈশান কোনের মেঘে,
বাদল ঘনায় আঁধার নিশি
প্রেমের অনুরাগে।
আশঙ্কা ও উৎকন্ঠিতায়
জাগি দিবস নিশি,
দখিন কোনের বাতায়ণে
শুনি তোমার বাঁশি।
দু চোখ মেলে তাকিয়ে থাকি
প্রহর করি পার,
তোমার তরে হৃদয় আমার
হয় যে ছারখার।
ও হে প্রিয়তম.............
আমার প্রতি কি প্রেম জাগেনা
তোমারই অন্তরে ?
একবার অন্তত ফিরে এসো
এই অভাগিনীর তরে!