পঁয়ষট্টি হলো দাদুর বয়স
পঁয়ত্রিশ এখনো দিদা,
পক্ক কেশে দাদু তবুও
পৌরুষে করেন কাদা।
পোয়াতি হয়নি এখনো দিদা
পুত্র সুখে বঞ্চিত,
পোষ্য পুত্রে মনোনিবেশ মন
প্রাপ্তিতে মন সঞ্চিত।
প্রবোধ দিয়ে জানায় তারে
প্রচেষ্টাই আমি রত,
প্রস্তর দেবের চরণে কর
প্রণাম শত শত।
প্রভূর যদি কৃপা হয়
প্রসাদ পাবেন আস্ত,
পুত্র সুখে ভরবে জীবন
প্রতুল হবে গৃহস্থ।
প্রকোপিত হয়ে দাদু বলে
পোষ্য পুত্র না আনি,
পরের ছেলে ঘরে ঢোকাব
পরিচয় না জানি।
প্রহেলিকা কেন কর দাদু
পোষ্য পুত্রে হও সুখি,
পুরানো রীতি আঁকড়ে ধরে
পল পল হও দুখী।
পুত্র অভিলাষী বলেন দাদু
পোষ্য পুত্রে নাই মতি,
পুত্র নিজ না থাকিলে
পুন্নাম নরকে গতি।